পেট্রোল, ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঞ্চে ছুটে আসার পর কিশোরী একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মণিপুরের এই যুবতী নিজের এক্সহ্যান্ডেলে গটনাটির ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘‘এই প্রতিবাদের পরে আমাকে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আটকে রেখেছিল। আমার একমাত্র অপরাধ- জীবাশ্ম জ্বালানির ব্যাবহার বন্ধ করতে বলা। আজ জলবায়ু সংকটের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি।’’ তিনি আরও জানিয়েছেন যে তাকে হেনস্থা করা হয়েছে এই কাজের জন্য।
এক্স এর অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার ব্যাজ বন্ধ করার কারণ কী? আপনি যদি সত্যিই জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আমাকে সমর্থন করতে হবে এবং আপনাকে অবিলম্বে আমার ব্যাজগুলি ছেড়ে দিতে হবে। জাতিসংঘ প্রাঙ্গণে শিশু অধিকারের চরম লঙ্ঘন ও অপব্যবহার যা জাতিসংঘের নীতির পরিপন্থী। জাতিসংঘে আওয়াজ তোলার অধিকার আমার আছে।’’
১৯০ টি দেশের প্রায় ৬০ হাজার প্রতিনিধি এই বছরের দুবাইতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে।
Comments :0