INDIAN NAVY

আরব সাগরে ভারতীয় নৌসেনার মহড়া

জাতীয়

আরব সাগরে মহড়া সাড়লো ভারতীয় নৌসেনা। একাধিক মিসাইল পরীক্ষা করা হয়েছে বলে নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে। এক্সহ্যান্ডেলে নৌসেনার পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছাড়া হচ্ছে এবং তা পরীক্ষা করা হচ্ছে। 
গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে নিশানা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনার পর ভারতীয় সেনার তৎপরতা লক্ষ করা গিয়েছে। রাজস্থানে মহড়া দিতে দেখা গিয়েছে ভারতীয় সেনাকে। 
উল্লেখ্য পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভারতের নির্দেশের পর শুক্রবার দেখা গিয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানের বহু নাগরিককে দেশে ফিরতে। কেন্দ্র আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ জারি করে বৃহ্স্পতিবার। 
শুক্রবার সিন্ধু জল চুক্রি সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় নবাদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। ১৯৬০’র এই চুক্তির প্রয়োগ আপাতত স্থগিত ঘোষণা করেছে ভারত। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল আবার বলেছেন, ভারত থেকে এক বিন্দু জল যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করা হবে।
পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে।

Comments :0

Login to leave a comment