কিন্তু তার পর প্রায় চার মাস কেটে গেলেও মনজিৎ মন্ডলের রাজনৈতিক ক্ষমতার সামনে কর্তৃপক্ষ কিছুই সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে পারেনি। সূত্রের খবর মনজিৎ মন্ডল কখনও জানিয়েছে, তার জন্য অন্যত্র নতুন ওয়াশরুম না বানিয়ে দিলে সে প্রতিবন্ধীদের জন্য তৈরি ভবন ছাড়বে না, কখনও আবার শুধুমাত্র গায়ের জোর দেখেই প্রতিবন্ধীদের জন্য তৈরি ভবন ও সরঞ্জামের দখল না ছাড়ার কথা জানিয়েছে সে।
ছাত্ররা যখনই এই বিষয়ে কর্তৃপক্ষের দারস্থ হলেও তারা কিছু করতে পারেননি।
গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির কাছে প্রতিবন্ধী ছাত্ররা ৩০ ডিসেম্বরের মধ্যে হস্তান্তর সম্পন্ন করার দাবি জানান। কিন্তু এবারও তাঁদেরকে নতুন একটি তারিখ দেওয়া হয়েছে। তারপরও এখনও কিছু হয়নি। তাই বুধবার সমাবর্তন অনুষ্ঠানে শান্তিপূর্ন ভাবে বিক্ষোভের সামিল হন পড়ুয়ারা।
Comments :0