শিক্ষাবিদরা বা প্রাক্তন বিচারপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, এই মর্মে বিধানসভায় বিল পাশ করল কেরালা। এই বিল আইনে পরিণত হলে পদাধিকার বলে রাজ্যপালই আর বিশ্ববিদ্যালয়গুলির আচার্য থাকবেন না।
মঙ্গলবার কেরালা বিধানসভায় দীর্ঘ আলোচনার পর বিল পাশ করা হয়। কংগ্রেস পরিচালিত বিরোধী দল ইউডিএফ এই বিলের বিরোধিতা করেনি। বরং তারা দাবি জানায় আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে সুপ্রিম কোর্টের বা কেরালা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিযুক্ত করা যেতে পারে।
সেই সঙ্গে আচার্য নিয়োগ কমিটিতে বিরোধী দল ও কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাখার আবেদন জানায় বিরোধীরা। যদিও আইনমন্ত্রী পি রাজীব বিধানসভায় বলেন নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতির বদলে বিধানসভার অধ্যক্ষকে রাখাটা যুক্তিযুক্ত। তবে বিরোধীদের দাবি মেনে শুধু প্রাক্তন বিচারপতিদের নয় প্রধান্য দেওয়া হবে শিক্ষাবিদদেরও।
Comments :0