Mamata High Court

হাইকোর্ট নিয়ে মুখ খুললো মমতা

রাজ্য

হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট প্রসঙ্গে বৃহস্পতিবার প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, ‘‘দিল্লি থেকে বার কাউন্সিলের লোক পাঠিয়েছে পরিস্থিতি দেখার জন্য। আরে এটা হাইকোর্টের বিষয়। প্রধান বিচারপতি রয়েছে, আমাদের রাজ্যের বার কাউন্সিল রয়েছে তারা দেখতো বিষয়টা।’’ 

হাইকোর্টের পরিস্থিতি দেখার জন্য দিল্লি বার কাউন্সিলের প্রতিনিধিদের পাঠানো হয়। সেই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মঙ্গলবার বলেন,‘আমাদের লজ্জা যে তৃণমূল হাইকোর্টে এজলাস বয়কট করছে আর দিল্লি থেকে লোক আসছে হাইকোর্টের পরিস্থিতি দেখার জন্য।’ 

উল্লেখ্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট করে তৃণমূলপন্থী আইনজীবীরা। অভিষেক ব্যানার্জির শ্যালিকাকে রক্ষা কবচ না দেওয়ার বিরুদ্ধেই বিচারপতি মান্থার ওপর ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের আইনজীবীরা। এজলাসের সমানে বিক্ষোভ থেকে হাতাহাতি কোন কিছুই তারা বাদ রাখেননি। বিচারপতির বাড়ির সামনে এই মর্মে পোস্টারও পড়ে। কলকাতা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সেই সময় শাসক দলের আইনজীবীদের দিকে আঙুল উঠলেও চুপ ছিল গোটা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সেই বিষয় মুখ খুললেও আইনজীবীদের ভূমিকা নিয়ে কোন কথা বলেননি মমতা ব্যানার্জি। 

Comments :0

Login to leave a comment