বুধবার মনীশকে রাউস অ্যাভেনিউ আদালতে পেশ করা হলে তাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করা হয় ইডি’র পক্ষ থেকে। আদালতে ইডি’র পক্ষ থেকে বলা হয় অনুব্রত মণ্ডলের বেআইনি সম্পত্তির হিসাব এবং বেআইনি লেনদেন সম্পর্ক সব তথ্য রয়েছে মণীশের কাছে।
মঙ্গলবার অনুব্রত’র মুখোমুখি বসিয়ে টানা ৫ ঘন্টা জেরা চলে মণীশ কোঠারির। তারপর আরও ৪ ঘন্টা তাঁকে আলাদা ভাবে জেরা করেন ইডি’র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, মুখোমুখি বসিয়ে জেরা চলাকালীন ভেঙে পড়েন অনুব্রত এবং মনীশ কোঠারি দুইজনই।
জেরা চলাকালীন মণীশ কোঠারির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। সেই সূত্র ধরেই তাঁকে হেফাজতে নেয় ইডি।
এদিন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও তলব করা হয় ইডি’র পক্ষ থেকে। কিন্তু হাজিরা এড়িয়ে যায় অনুব্রত কন্যা। সূত্রের খবর আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার কাছে সময় চেয়েছেন তিনি।
Comments :0