উল্লেখ্য বুধবার সিবিআইকে দুমাসের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই নির্দেশ দিয়ে আরও বলেছে, কলকাতা হাইকোর্ট আগামী ছ’মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবে। শীর্ষ আদালত ওই দুর্নীতি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করবেন। এই বেঞ্চে শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে মামলার শুনানি হবে এবং ছ’মাসের মধ্যে বেঞ্চ মামলার নিষ্পত্তি করবে।
এসএসসি’র শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি কলকাতা হাইকোর্টেই প্রকাশ্যে এসেছে। গ্রুপ-ডি এবং গ্রুপ-সি পদে শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি ধরা পড়েছে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি সামনে এসেছে।
তবে প্রসন্নর এই জামিন সর্ত সাপেক্ষ বলে জানা গিয়েছে। এদিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জামিনের সর্তের বিষয় কিছু উল্লেখ করা হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই বিষয় সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত।
Comments :0