Nousad Siddiqui

সরকারি কর্মীদের সাথে অনশনে যোগ দিলেন নওসাদ

রাজ্য

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারিদের সাথে অনশনে অংশ নিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। শনিবার শহীদ মিনারে অনশন মঞ্চে যোগ দিয়েছেন নওসাদ। এদিন নওসাদ জানিয়েছেন যতদিন না পর্যন্ত সরকার ডিএ’র দাবি মেনে নিচ্ছে ততদিন আন্দোলন চলবে। ভবিষ্যতে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আইএসএফ বিধায়ক।

সরকারি কর্মীদের আন্দোলনকে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। একাধিক তৃণমূল নেতার মুখে হুমকিও শোনা গিয়েছে আন্দোলন নিয়ে। এই প্রসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে নওসাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘শাসক দল যদি ভাবে ধমক দিয়ে চমকে আন্দোলন দমিয়ে দেবে তাহলে ভুল ভাবছে। সেই দিন আর নেই। দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।’’

উল্লেখ্য আজ থেকে ডিজিটালি অসহযোগীতা শুরু করেছেন আন্দোলনরত কর্মীরা। দপ্তরের হোয়াটসআ্যাপ গ্রুপে কিছু পাঠানো হলে সেই কাজ তারা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। 

Comments :0

Login to leave a comment