বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। শুক্রবার মনোনয়ন দিতে এসে তাজ্জব সিপিআই(এম) ও জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। দুপুর ১২ পর্যন্ত মনোনয়নপত্র এসে পৌঁছালো না বসিরহাট-১নং ব্লক অফিসে। ডি সি আর ? তাও এসে পৌঁছায়নি।প্রশাসন বলছে সময় লাগবে। সিপিআই(এম) ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় আমরা আজই মনোনয়ন জমা দেব। আপনি ব্যবস্থা করুন। বিডিও বিশাখ ভট্টাচার্য বললেন একটু অপেক্ষা করুন। সময় তো তিনটে পর্যন্ত। সর্বদলীয় সভা না করেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। সেই মতো এদিন মনোনয়ন দিতে আসে বসিরহাট-১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
এরকম একতরফাভাবে নির্বাচন ঘোষণায় ন্যুনতম প্রস্তুতি নিতে পারেনি বিরোধীরা। মনোনয়ন পত্র জমা দিতে এসেও বেকুব বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধেও এক ঘটনা ঘটেছে। মনোনয়ন জমা দিতে এসে বামফ্রন্ট কর্মীরা দেখেন নির্বাচনী আধিকারিক বেপাত্তা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বিক্ষোভ শুরু হলে এসে হাজির হব আধিকারিক। জমা দেওয়া হয় মনোনয়ন। সূত্রের খবর হাড়োয়াতে মনোনয়ন জমা নেওয়া বন্ধ রেখেছে বিডিও।
৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা ১১ জুলাই। শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যম্ত মনোময়ন পত্র জমা নেওয়া হবে। রবিবার বন্ধ থাকবে মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ। ১৫ জুন পর্যন্ত নেওয়া হবে মনোনয়ন পত্র। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন।
Comments :0