Rain north Bengal

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, নামল পারদ

কলকাতা

তীব্র গরমের পর দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও ঝড় বৃষ্টি কোথাও আবার শিলা পড়ল। বাঁকুড়া, বর্ধমানে এদিন দুপুরে রাতে মতো অন্ধকার করে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। দুর্গাপুরেও ব্যপক ঝড় বৃষ্টি হয়। বাঁকুড়াতে শিলা বৃষ্টি হয় বলে জানা গিয়েছে। এদিকে সোমবারের পর কলকাতাতে আর ঝড় বৃষ্টি হয়নি সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি। তবে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির পরে অনেকটাই নেমে যায় তাপমাত্রা।


অপরদিকে বীরভূমের মুরারাই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামে গতকাল রাতে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে কাঁচা বাড়ি। ওই ঘটনায় মৃত্যু হয় এক ২ বছরের শিশুর। রাতে ঝড় বৃষ্টির সময় বাড়িতে সকলেই ঘুমাচ্ছিলেন। আচমকাই দেওয়ার ভেঙে হুড়মুরিয়ে পড়ে যায় বাড়িটি। তাতেই মৃত্যু হয় শিশুটির।


আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহষ্পতিবার বিকেলে ঝড় বৃষ্টি হবে। পুর্বাভাষ অনুযায়ী ঝমঝমিয়ে নামে বৃষ্টি। শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামানে আগাম ঢুকেছে বর্ষা কিন্তু কেরালায় বর্ষা ঢুকবে ৪ জুন। ফলে পশ্চিমবঙ্গতেও বর্ষা ঢুকতে আর কিছু দেরী হতে পারে

Comments :0

Login to leave a comment