SSC Group C Scam

আদালতের রায়ে চাকরি বাতিল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইয়ের

রাজ্য

SSC Group C Scam

চিন্ময় কর

আদালতের রায়ে চাকরি বাতিল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইয়েরও! নিয়োগে জালিয়াতির ধরা পড়ায় হাইকোর্টের রায়ে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলের ৮৪২ ক্লার্কের চাকরি বাতিল খারিজ হয়েছে। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝি, মিনাখাঁর তৃণমূল বিধায়কের পাশাপাশি নাম রয়েছে এই মন্ত্রীর ভাইয়েরও। 
গ্রুপ-ডি পদে ১৯১১ জন,  নবম-দশমের ৭৭৫ জনের পর গ্রুপ-সি‘তেও নিয়োগ দুর্নীতির দায়ে চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিল হয় রাজ্যের বিভিন্ন স্কুলের ৮৪২ (৭৮৫+৫৭) জন ক্লার্ক বা গ্রুপ-সি কর্মীর। 


তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা দুলাল বরের মেয়েরও। চূড়ান্ত বেনিয়ম এবং টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার ঘটনা বেরিয়ে পড়ছে একে একে। 
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ মেনে সুপারিশ পত্র প্রত্যাহার করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। প্রথম দফার ৭৮৫ জনের তালিকায় ২৮৪ নম্বরে আছেন শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো। 
প্রভাব খাটিয়ে বা ওএমআর কারচুপি করে চাকরি দেওয়া হয়েছে, আদালতে স্বীকার করতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কয়মা'র বাসিন্দা খোকন মাহাতো মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একমাত্র ভাই। তাঁর নামও রয়েছে তালিকায়। 
বৃহস্পতিবার সন্ধ্যাতেই স্কুল সার্ভিস কমিশনের তরফে যে ৩১১৫-টি কারচুপি করা ওএমআর বা বিকৃত ওএমআর প্রকাশ করা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে,  সেখানে ১১০১ নম্বরে ছিল খোকন মাহাতো'র ওএমআর-টি। 


মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ফোনে জানিয়েছেন, "খবর পেয়েছি। এখনও বিস্তারিত কিছু জানিনা!" ফোন ধরেননি খোকন।
সেই তালিকাতে নাম আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের ছেলের মেয়ে অর্থাৎ ভাইঝি বৃষ্টি মুখার্জি'র নামও। ৩১১৫টি বিকৃত ওএমআর এর তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৬০৮ নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। সেখানে তাঁর নাম আছে ১৫৫ নম্বরে।
চাকরি গিয়েছে মিনাখাঁ বিধানসভার তৃণমূল বিধায়ক ঊষারানি মন্ডলের মেয়ে বিনতা মণ্ডলেরও। অভিযোগ, বিধায়ক মায়ের সুপারিশে চাকরি পেয়েছিলেন বিনতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরি বাতিল হয় শুক্রবার। সেই বাতিলের তালিকায় বিনতার নাম ১৪১ নম্বরে। তালিকায় তার রোল নং ৫৬০৮১৬১৯১২৭০০০। ভুয়ো 'গ্রুপ সি' র তালিকায় বিধায়কের মেয়ের নাম দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামার বাড়ি বীরভূমের রামপুরহাট-১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। জানা যায়, ওই গ্রামে মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে! ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নীহারবাবু বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ, প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। যদিও নীহার মুখোপাধ্যায় বলেন, "মেয়ে কীভাবে চাকরি পেয়েছিল বলতে পারব না। 
বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে অভিযোগ ভাইকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার! জানা যায়, একসময় গ্রামীণ রোজগার সেবক পদে চাকরি করতেন খোকন। ২০১৭'র ৫ মার্চ গ্রুপ-সি'র পরীক্ষা দেওয়ার পর ঝাড়গ্রামের বৈতা শ্রী গোপাল উচ্চ বিদ্যালয় ক্লার্ক পদে তাঁকে চাকরি পাইয়ে দেওয়া হয়। এখন মেদিনীপুর শহরেই খোকন থাকেন।

Comments :0

Login to leave a comment