সেই থেকে আস্তে আস্তে প্রতিপত্তি বিস্তার করতে থাকে শান্তনু বন্দ্যোপাধ্যায় । জিরাটের বাড়ির কাছে বারুইপাড়ায় রয়েছে ‘দ্যা স্পুন’ নামে আধুনিক রেস্টুরেন্ট ও ধাবা। ২০২১ সালে এই ধাবা তৈরি হয়। এসটিকেকে রোডের পাশে যেখানে এই ধাবা তৈরি হয়েছে সেখানে চারটি পরিবারের বসবাস ছিল। সেই পরিবার গুলোকে ধাবার পিছনে পুনর্বাসন দেওয়া হয়। তবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ পরিবারগুলোর।
ধাবা, হোমস্টের পাশাপাশি বলাগড়ের চাদরা বটতলা অঞ্চলে গঙ্গার পরে বিশাল একটি রিসোর্ট আছে শান্তনু ব্যানার্জি। রিসোর্টের পাশাপাশি বেশ কিছু জমিও নামে বেনামে কিনেছেন শান্তনু বলে দাবি এলাকাবাসীর। মাঝে মাঝেই এই রিসোর্টে বাইরে থেকে বেশ কিছু গাড়ি আসতো ঘন্টার পর ঘন্টা চলতে মিটিং। কে বা কারা আসতো তাই নিয়ে অবশ্য খুব বেশি কিছু জানেন না স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুকুমার নন্দী জানিয়েছেন, শান্তনু ব্যানার্জীর নামে এই রিসোর্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন আসতো এখানে এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলতো মিটিং। রিসেট ছাড়াও আরো বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে। এছাড়াও বহু জায়গা বেনামেন কেনা রয়েছে।
বলাগড় মানুষের আরও অভিযোগ ধাবা ছাড়া রিসোর্ট, হোটেল, হোম স্টে, একাধিক ফ্ল্যাট এবং প্রচুর জমি রয়েছে শান্তনুর।
Comments :0