SSC

আচার্য সদনের বদলে শহীদ মিনারে অবস্থানে বসবেন চাকরিহারারা

রাজ্য

সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান তুলে নিচ্ছেন চাকরিহারারা। শুক্রবার আন্দোলকারীরা জানিয়েছেন শহীদ মিনারের সামনে অবস্থানে বসবেন তারা। তবে সুপ্রিম কোর্টের তালিকা অনুযায়ী যারা ‘টেন্টেড’ তারা অনেকে স্কুলে যেতে শুরু করেছেন। এর পাশাপাশি আন্দোলকারিরা জানিয়েছেন তারা আদালতে রিভিউ পিটিশন জমা দেবেন। 

২১ এপ্রিল সন্ধ্যা ৬টায় এসএসসির পক্ষ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি। তালিকা প্রকাশের দাবিতে আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন চাকরিহারারা। মমতার দাবি সরকার চাকরিহারাদের পাশে আছে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায় মেনে চলবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। যাঁরা পরিষেবা দিয়েছেন চালু ব্যবস্থা অনুযায়ী তাঁদের বেতন চালু থাকবে। 
সোমবার মাঝরাতে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কিন্তু ঠিক কাদের বেতন চালু থাকবে, কারা স্কুলে যাবেন সেই তালিকা প্রকাশ সম্পর্কে কোনও কথা বলা হয়নি। 
সোমবার ‘স্বচ্ছ’ শিক্ষকদের তালিকা প্রকাশ করার কথা ছিল কমিশনের। শিক্ষকরা লিখিত নির্দেশ চেয়েছিলেন, যেখানে ‘অস্বচ্ছ নিয়োগ নয়’, স্পষ্ট করা থাকবে। 

Comments :0

Login to leave a comment