বুধবার সুকন্যাকে তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। আইনজীবী মারফত সুকন্যা কয়েকদিন সময় চায় তৃণতমূলের বীরভূম জেলা সভাপতির মেয়ে। ইডির পক্ষ থেকে তাঁকে সোমবার হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু এদিনও হাজিরা দিলেন না সুকন্যা।
গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সুকন্যাকে। এর আগে ইডি দপ্তরে হাজিরা দেন সুকন্যা সেই সময় তিনি জানিয়ে ছিলেন যে তাঁর নামে যা যা সম্পত্তি রয়েছে সেই বিষয় তাঁর কিছু জানা নেই।
Comments :0