Suryakanta Mishra

ঘুষখোরদের টাকা ফেরাতে বলুন মুখ্যমন্ত্রী, দাবি সূর্য মিশ্রের

রাজ্য

‘‘ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রীর দরদ বেশি।’’ বীরভূমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। 

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রামপুরহাটের একটি কর্মশালায় প্রধান বক্তা ছিলেন সূর্যকান্ত মিশ্র। সেখানে তিনি এই দাবি করেন।

কয়েকদিন আগে আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের যাতে চাকরি না কেড়ে নেওয়া হয়। সূর্যকান্ত মিশ্রকে সেই বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অবস্থান দুর্নীতির পক্ষে। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের প্রতি মুখ্যমন্ত্রীর দরদ বেশি। এই দরদ যদি যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি থাকত তাহলে ভালো হতো।’’ মিশ্র আরও বলেন, ‘‘ওঁর দলের নেতারাই তো টাকা নিয়ে চাকরি দিয়েছে। ঘর থেকে তো টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের বলুন টাকা ফেরত দিতে।’’ 

শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও রাজ্যকে আক্রমণ করেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য। মিশ্র বলেন, ‘‘বামফ্রন্ট সরকারের সময় গোটা দেশে ড্রপ আউটের নিরিখে বাংলা সবার নীচে ছিল। ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় আমরা আনতে পেরেছিলাম। এখন মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে। এখান থেকে বোঝা যাচ্ছে শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র।’’

Comments :0

Login to leave a comment