High Court TET

বহাল রইলো ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ

রাজ্য

প্রাথমিকে ১৪৩ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলো কলকাতা হাই কোর্ট। নিয়োগ দূর্নীতি মামলায় ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বুধবার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া ১৪৬ জনের আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের নথি জমা করার নির্দেশ দিয়েছিল আদালত। সবার নথি খতিয়ে দেখে ১৪৩ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার সাথে তাদের বেতন বন্ধ করার নির্দেশও তিনি দিয়েছেন।

এখনও পর্যন্ত টেট দূর্নীতি মামলায় মোট ১৯৬ জনের চাকরি বাতিল করেছে আদালত।  

Comments :0

Login to leave a comment