Shootout at Hnashkhali

হাঁসখালিতে শুট আউট, নিহত তৃণমূল দুষ্কৃতী

জেলা

শুক্রবার সকালে নদীয়ার হাঁসখালি থানার বড় চুপরিয়া এলাকায় শুট আউটে নিহত তৃণমূল কর্মী। মৃতের নাম আমোদ আলী বিশ্বাস (৪৫)। এদিন সকাল আটটা নাগাদ ঘটনাটি নদীয়ার হাঁসখালি থানার বড় চুপরিয়া এলাকার। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে , এদিন সকালে বড় চুপরিয়া বাজারে যান তিনি। সেখানে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুটি মটরসাইকেলে করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেখান থেকে দৌড়ে অন্য একটি দোকানে ঢুকে পড়ে। সেখানে ঢুকেও তাকে গুলি করা হয়। ঘটনাস্থল লুটিয়ে পড়েন আমোদ আলী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে নিহত আমোদ আলী তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ সূত্র থেকে জানা গেছে একমাস আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। জামিন ছাড়া পায় সে।  অসামাজিক কার্যকলাপ যুক্ত ছিলেন তৃণমূল আশ্রিত আমোদ আলী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শাসকদলের ছত্রছায়া থেকেই এই দুষ্কৃতী কাজকর্মে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত তৃণমূল কর্মীর সঙ্গে শাসক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল বলে এলাকা সূত্রে খবর।
ভাগবাটোয়ারা, পুরনো শত্রুতা, নাকি অন্য কারণে খুন এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে খুন করা হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। খুনের পিছনে নিহতের পুরনো ক্রিমিনাল রেকর্ড, শত্রুতাসহ অন্যান্য সবরকম সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে।

Comments :0

Login to leave a comment