Tribal Protest

রাজ্য জুড়ে বিক্ষোভ আদিবাসীদের

রাজ্য

ভুয়ো এসটি সংশাপত্র প্রদান বন্ধ, সাঁওতালি শিক্ষার  পরিকাঠামো উন্নয়ন, সমস্ত বন্ধ হোস্টেল খোলা, বনভূমির পাট্টা প্রদান সহ মোট ৯ দফা দাবী নিয়ে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ  জুড়ে ১২ ঘন্টার পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। বুধবার  সকালে হুগলীর খন্যানের চৌমাথা এলাকায় পথ অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা।

সংগঠনের দাবি আজ রাজ্যের সমস্ত ব্লকে তাদের এই কর্মসূচি পালন হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারের কাছ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে। সাওতালি মাধ্যমের শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ পৃথক এডুকেশন বোর্ড চালু করতে বলে দাবি তোলা হয়েছে বিক্ষোভ থেকে। জাহের থামের পাট্টা র পাশাপাশি অবিলম্বে সারি ধরম কোড চালু করার দাবিও উঠেছে।

Comments :0

Login to leave a comment