M A Baby

পার্টি কংগ্রেসে সিদ্ধান্তের সফল প্রয়োগ হয়েছে ব্রিগেডে, বলছেন বেবি

রাজ্য

মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে বক্তব্য রাখছেন এম এ বেবি।

শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসী আন্দোলনের ডাকে ব্রিগেড সমাবেশকে অভিনন্দন জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, মাদুরাইয়ে সিপিআই(এম) পার্টি কংগ্রেসের গুরুত্বপূর্ণ অভিমুখ হলো সব সংগঠনকে, যেখানে আমরা কাজ করি, গ্রাম ও শহরের গরিব মানুষের দাবি ঘিরে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে হবে। পশ্চিমবঙ্গে আন্তরিকতার সঙ্গে সেই অভিমুখ সফলভাবে প্রয়োগ করা হয়েছে। লাল ঝাণ্ডা কাঁধে গরিব মানুষের ঢল দেখা গিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 
পরে প্রমোদ দাশগুপ্ত ভবনে ‘সীতারাম ইয়েচুরি ক্যাডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-র সূচনা ঘোষণা করেন বেবি। সাংবাদিক সম্মেলনেই পলিট ব্যুরো সদস্য এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন যে গত দু’দিন এই কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ হয়েছে। প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে স্মরণ করে এই কর্মসূচি পরিচালিত হবে নবীন পার্টিকর্মীদের মানোন্নয়নে। 
বেবি বলেছেন, পার্টি কংগ্রেসেই স্থির হয়েছে ফ্যাসিবাদী চরিত্রের আরএসএস পরিচালিত রাজনৈতিক দল বিজেপি’র বিরুদ্ধে সব অংশকে একত্রিত করে রাজনৈতিক বিন্যাস গড়ে তুলতে হবে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষার লক্ষ্যে এই কাজ করতে হবে। 
বেবি বলেছেন, পার্টি কংগ্রেসেই আলোচিত যে এই শক্তিকে রুখতে সিপিআই(এম) এবং বামপন্থীদের স্বাধীন শক্তির বিকাশ জরুরি। এ কাজে পশ্চিমবঙ্গ সিপিআই(এম) শক্তি ফের অর্জন করা অত্যন্ত প্রয়োজন। পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিও এ কাজে ভূমিকা নিচ্ছে। 
বেবি বলেন, এর আগে ব্রিগেড সমাবেশও দেখিয়েছিল বামপন্থী যুব আন্দোলনের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে জনতার মধ্যে। তাকে নির্বাচনী লড়াইয়ে প্রতিফলিত করার কাজ করছে পার্টি।
বেবি বলেন, রাজ্যে চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার। শিক্ষকদের আন্দোলন চলছে। সারা দেশ আরজি কর কাণ্ড দেখেছে। সেই সঙ্গে আরএসএস এবং অন্য সাম্প্রদায়িক শক্তিগুলি অত্যন্ত সক্রিয়। বাম গণতান্ত্রিক শক্তি এই বিপদের মোকাবিলা করবে। সেই লক্ষ্যেও কাজ চলছে। জনতার কত বেশি অংশকে নিজেদের রাজনীতির পক্ষে জয় করা যায় সে কাজে মনোযোগী রয়েছে পার্টি। 
সেলিম মুর্শিদাবাদের প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন যে আক্রান্ত সকলের জন্য অর্থ সংগ্রহের আহ্বানে ইতিবাচক সাড়া পড়েছে। ব্রিগেডের ময়দান থেকেও সংগ্রহ করা হয়েছে অর্থ। সাম্প্রদায়িক হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার সরকারি সহায়তা নিতে অস্বীকার করেছে। এই পরিবারের সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন অধ্যাপকরা। উল্লেখ্য, এই পরিবারের পাশাপাশি অপর নিহত ইজাজ আহমেদের পরিবারের পাশেও থাকার অঙ্গীকার করেছে পার্টি। এদিন ত্রাণ পাঠানোর অ্যাকাউন্টও জানান সেলিম। 
তিনি বলেন, মুর্শিদাবাদে বিজেপি তৃণমূল যৌথ বোঝাপড়ায় বিভাজন তৈরি করছে এখনও। তৃণমূলের নেতা বলছেন পরিযায়ী শ্রমিকরা করেছে। আর বিজেপি বলছে মুর্শিদাবাদের পরিযায়ীদের ধর্ম বিচার করে অন্য রাজ্যে কাজ দিতে হবে। ওডিশার একাধিক জায়গায় মুর্শিদাবাদের শ্রমিকদের ওপর আক্রমণ হয়েছে। তাঁদের কঠিন সময়ে পাশে রয়েছে সিপিআই(এম)। 
এক প্রশ্নে সেলিম বলেন, মুখ্যমন্ত্রী বলছেন বাইরের রাজ্য থেকে এসে দাঙ্গা করেছে। আর পুলিশ ধৃতদের মধ্যে থেকে বাইরের রাজ্যের কারও নাম দিতে পারছেন না। পুলিশমন্ত্রী যা বলছেন পুলিশ তা বলতে পারছে না। মিথ্যাচার হচ্ছে।   
এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনে লেনিন জন্মবার্ষিকী আলোচনায় বেবি বলেন, সাম্রাজ্যবাদের সময়ের মার্কসবাদকে ব্যাখ্যা করেছিলেন লেনিন। 
বেবি বলেন যে লেনিন বলেছিলেন, মার্কসবাদকে আমরা বদ্ধ ধারণা বলে মনে করি না। মার্কসবাদ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলার ভিত্তি তৈরি করে। মার্কসবাদীরা সেই ভিত্তিকে সব ক্ষেত্রে প্রয়োগ করে। 
ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, নীলোৎপল বসু সহ নেতৃবৃন্দ। বক্তব্য রেখেছেন সেলিমও।

Comments :0

Login to leave a comment