Upper Primary Protest

সেক্টর ফাইভ থেকে গ্রেপ্তার চাকরি প্রার্থীদের

কলকাতা

ছবি প্রতীকি

ফের টেঁনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হলে যোগ্য চাকরি প্রার্থীদের। সল্টলেকের সেক্টর ফাইভের সামনে থেকে আপার প্রাইমারির যোগ্য চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করলো বিধাননগর থানার পুলিশ।

 

বুধবার নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আপার প্রাইমারি উত্তীর্ণ যোগ্য চাকরি প্রার্থীরা। এদিন মিছিল শুরু হওয়ার আগেই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করা হয়। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তুলেছেন আন্দোলনকারিরা।

 

গত ন’বছর আপার প্রাইমারিতে কোন নিয়োগ হয়নি। চাকরি প্রার্থীদের অভিযোগ দু’বার ইন্টারভিউ দিলেও তাদের নিয়োগ হয়নি। গত নভেম্বর মাসে কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে এসএসসিকে নির্দেশ দেওয়া হয় আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করার জন্য। তবে এখনও পর্যন্ত এসএসসি কোন মেধা তালিকা প্রকাশ করতে পারেনি।                             

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন