কলকাতাতে এখনও জাকিয়ে শিত না পড়লেও কাশ্মীরে (Kashmir) রেকর্ড পতন পারদে। সোমবার রাতে শ্রীনগরে (Srinagar) সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি। গুলমার্গে (Gulmarg) তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। ও রাজ্যের অন্য সেরাজ্যের চলতি মরসুমের শীতলতম রাত। অনন্তনাগ জেলার পেহেলগামে তাপমাত্রা সর্বাধিক নিচে নেমেছিল প্রায় মাইনাস ৩.৮ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহয়ান্তে বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর জুড়ে। তবে ডিসেম্বরের এই সময়টা কাশ্মীরে ঠান্ডা পড়াটা অস্বাভাবিক কিছু নয় বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।
ঠান্ডার সঙ্গে তুষারপাত হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে। তেমনি দিনভর কুয়াসা আচ্ছন্ন থাকবে উপত্যকা। আপাতত রোদের দেখা মিলবে না বলেই জানিয়েছে মৌসম ভবন। তবে শীতের মরসুম আসতেই কাশ্মীরের বেড়েছে পর্যটকের ভিড়। এদিকে শীতের আমেজ থাকলেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শুরু হওয়ার ফলে শুক্রবারের পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের পরিনত হয়ে তা তামিলনাড়ু উপকূলে সরে যাবে বলে জানিয়েছে আবহাোয়া দপ্তর। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাষ নেই।
Comments :0