২০১০ সালে বীরভূমের লাভপুরের বুনিয়া ডাঙ্গাল গ্রামে সিপিআই(এম) কর্মী তিন ভাই ধানু শেখ, কটুন শেখ, ঐসুদ্দিন শেখকে ডেকে ঘরের ভেতরে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল তৎকালীন দাপুটে তৃণমূল নেতা মনিরুল ইসলাম এর বিরুদ্ধে। তিন ভাইকে হত্যা করার পরের বছর লাভপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সেই হাইকোর্টের নির্দেশ দেওয়া হয় পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছিলেন পরিবার। হাইকোর্ট নির্দেশ দেয় পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য ছয়জন পুলিশ আধিকারিক মোতায়েন করার। ছয় জনের মধ্যে চার জন কেন্দ্র বাহিনী ও দুই জন পুলিশ কর্মীকে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে কোন নিরাপত্তা কর্মী ছিল না পরিবারকে রক্ষা করার জন্য এমনটাই অভিযোগ। অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রায় ১৩ বছর ধরে বিচারের অপেক্ষায় ছিল পরিবার।
দীর্ঘ ১৩ বছর পর হাইকোর্টের নির্দেশে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ পরিবারকে গ্রামে ফেরানোর জন্য নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ পেয়ে পরিবারের সদস্যদের গ্রামে ফিরিয়েছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশ পুলিশ প্রশাসনের সাহায্য পেয়ে গ্রাম ফিরলেও মনের মধ্যে একটু হলেও ভয় কাজ করছে বলে জানিয়েছে পরিবার। আজ লাভপুর থানার পুলিশ বাড়ির তালা ভেঙে এই পরিবারের সদস্যদের বাড়িতে ঢুকিয়েছে।
Comments :0