Toy Train

লাইনচ্যুত টয়ট্রেনের ইঞ্জিন, হতাহতের খবর নেই

জেলা

সুকনা ও রংটঙের মাঝামাঝি এলাকায় টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত।

কার্শিয়াঙ যাবার পথে দুর্ঘটনার মুখে পড়ে টয়ট্রেনের ইঞ্জিন। লাইনচ্যুত হয়ে সোজা উল্টে যায় রাস্তার পাশে জঙ্গলের ভেতর। শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন সুকনায় দুর্ঘটনার কবলে পড়ে টয়ট্রেনের একটি ইঞ্জিন। তবে দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই। টয়ট্রেনের চালক ও সহকারি চালকও সুস্থ রয়েছেন বলেই রেলের তরফে জানানো হয়েছে। হেরিটেজ শিরোপাধারী টয়ট্রেনের আরো একবার দুর্ঘটনার মুখে পড়ার ঘটনায় রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ (ডিএইচআর) সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াঙ যাবার উদ্দেশ্যে রওনা হয় টয়ট্রেনের ইঞ্জিনটি। পথে সুকনা স্টেশন পার হতেই পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় টয়ট্রেনের ইঞ্জিন। আচমকাই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তার পাশে উলটে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে দুর্ঘটনার মুখে পড়া টয়ট্রেনের ইঞ্জিনের চালক ও সহকারী চালক সুস্থ রয়েছেন। কেমন করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্তে শুরু হয়েছে। দুর্ঘটনায় বেশ কিছুক্ষন পরেই ক্রেনের সাথে উল্টে যাওয়া টয়ট্রেনের ইঞ্জিনটিকে লাইনে তোলা চেষ্টা শুরু করা হয়। 
আচমকাই টয়ট্রেনের ইঞ্জিন উল্টে দুর্ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙ হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, নিউ জলপাইগুড়ির দিক থেকে কেবল ইঞ্জিনটিই কার্শিয়াঙের দিকে রওনা হয়েছিলো। হঠাৎই সুকনায় উলটে যায়। দুর্ঘটনার কারন জানতে তদন্ত করা হবে। তবে যাত্রী পরিষেবার কোন বিঘ্ন ঘটেনি। টয়ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনার কবলে পড়ার দরুন এদিন দার্জিলিঙ থেকে এনজেপি—র দিকে আগত ট্রেনগুলি বাতিল করা হয়েছে। একইভাবে শনিবারও এনজেপি থেকে দার্জিলিঙগামী টয়ট্রেনগুলিও বাতিল করা হয়েছে। 
দুর্ঘটনা বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেছেন, দার্জিলিঙ পাহাড়ের পর্যটন শিল্পের ক্ষেত্রে টয়ট্রেনের বিশেষ ভূমিকা রয়েছে। পর্যটকদের কাছেও পাহাড়ে বেড়াতে এসে খেলনা গাড়িতে সফর বিশেষভাবে আকর্ষনীয় একটা বিষয়। কিন্তু বারবার টয়ট্রেনের দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি যথেষ্টই উদ্বেগজনক। আমরা চাইছি সমস্ত সমস্যা ও প্রতিবন্ধকতা কাটিয়ে খেলনা গাড়ি সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলাচল করুক পাহাড়ি পথ ধরে।

Comments :0

Login to leave a comment