বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলো বাংলাদেশের অন্তবর্তী সরকার। কমিশনের মাথায় রয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উদেষ্টা মুহাম্মদ ইউনুস। কমিশনের সভাপতি করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রধান আলি রিয়াজকে। বুধবার এই ঐকমত্য কমিটি সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও অন্যান্য শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে এই কমিশন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ করবে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে জানানো হয়। ১৮টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বাংলাদেশের ফজল মহম্মদ সানাউল্লাহ।
Bangladesh
ঐকমত্য কমিশন গঠন করলো ইউনুস, বিভিন্ন সংস্কার নিয়ে ঐক্যমত গড়তে এই কমিশন
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24104/67adb0f14f9a3_yunus.jpeg)
×
Comments :0