Molestation TMC

শ্লীলতাহানিতে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি দায়ী করলেন তৃণমূলেরই কর্মীদের

জেলা

সিউড়ি -২  ব্লকের শাসকদলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। মহিলা সভাপতির অভিযোগ, তাঁর ওড়না ধরে টানাটানি ও মারধর করা হয়েছে। ঘটনআটি  রবিবার সন্ধ্যার পরের। অভিযোগকারিনী ওই পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন," দলের এক নেতা তাঁকে কয়েকটি কাগজে  সই করতে বলেন। সেই মতোই তিনি সই করার জন্য যান।  তখনই তৃণমূলেরই বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তাঁর চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে। প্রতিবাদ করলে তিনি ও  আরেকজন কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। মারধরে আহত সভাপতির সাথে থাকা ওই তৃণমূল কর্মী। তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

যদিও অপরপক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলো। গ্রামবাসীদের সন্দেহ হয়। দুজনকে ধরে ফেলাতেই মিথ্যা অভিযোগ করছে।  সিউড়ি দুই ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌছেছে বিগত কয়েক মাস ধরে।  পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। নুরুল ইসলাম বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল সেখের দিকে ভিড়েছেন। উলটো দিকে রয়েছে অনুব্রত শিবির।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন