সামনেই রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। আজারবাইজানের বাকুতে সম্মেলনের ফল ঘিরে সংশয় বাড়ল ডোনাল্ড ট্রাম্পের জয়ে।
ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে গুজব মনে করেন। নির্বাচনী প্রচারে বারবার সেকথাই বলেছেন। বিশ্ব উষ্ণায়নের বিপদকে ধর্তব্যের মধ্যে আনতে নারাজ তিনি।
আজারবাইজানের বাকুতে বসছে এবারের বিশ্ব পরিবেশ সম্মেলন ‘সিওপি ২৯’। পরিবেশবিদদের বিভিন্ন অংশ বলছেন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী জ্বালানির ব্যবহার হ্রাসে আন্তর্জাতিক স্তরে বোঝাপড়া তৈরি করা গিয়েছে। তার বাস্তবায়নে অনেক দূর যেতে হবে। তার মধ্যে আমেরিকা বোঝাপড়া থেকেই সরে এলে লক্ষ্যে পৌঁছানো আরও কঠিন হবে।
অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবেশ সংক্রান্ত বোঝাপড়া ‘কিয়েটো প্রোটোকল’ থেকেও বেরিয়ে গিয়েছিল।
ট্রাম্পের বক্তব্য, পরিবেশ বান্ধব জ্বালানি বা ‘গ্রিন এনার্জি’ ব্যবহার বাড়ানোর পুরো প্রয়াসটিই একটি কেলেঙ্কারি। সরাসরি পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার পুরোমাত্রায় বজায় রাখার পক্ষেই সওয়াল চালাচ্ছেন তিনি।
আগের দফায় আমেরিকার রাষ্ট্রপতি পদে আসীন থেকে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে প্যারিস জলবায়ু সমঝোতা থেকে বেরিয়ে আসবে আমেরিকা।
প্যারিস সমঝোতাতেই ঠিক হয়েছিল প্রাক-শিল্পায়ন সময়ের তুলনায় বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বেঁধে রাখা যাবে।
সমঝোতার বিধি অনুযায়ী আমেরিকা ২০২০’র নভেম্বর পর্যন্ত থাকতে বাধ্য ছিল। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচনে হেরে গিয়েছিলেন ট্রাম্প
TRUMP CLIMATE
ট্রাম্পের জয়ে গভীর সংশয় জলবায়ু সমঝোতা ঘিরে
×
Comments :0