Press meet

তিন প্রধানের দাবি ডুরান্ড হোক কলকাতায়

খেলা

মঙ্গলবার ময়দানের প্রেস ক্লাবে তিন প্রধানের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিন প্রধানের কর্মকর্তারা। ইষ্টবেঙ্গল, মোহনবাগানের তরফ থেকে ছিলেন দেবব্রত সরকার ও দেবাশীষ দত্ত। মহামেডানের তরফ থেকে ছিলেন ইশতিয়াক আহমেদ রাজু ।

এদিনের সাংবাদিক সম্মেলনে একটি সম্মিলিত বিবৃতির মাধ্যমে তিন প্রধানের কর্মকর্তারা জানান যে, ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলো যাতে কলকাতায় ফিরতে পারে তার জন্য তারা চেষ্টা করবেন। আর জি কর কান্ডের ঘটনায় তারা দ্রুত বিচার দাবি করছেন। এরপর এক এক করে প্রশ্নবাণ ছুঁড়ে আসে কর্মকর্তাদের। রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে দেবাশীষ দত্ত জানান যে ক্লাবে কোন রাজনৈতিক হস্তক্ষেপ নেই । প্রতিবাদের দিন কেন সমর্থকদের সাথে রাস্তায় নামা হলো না কেন এই প্রশ্নে ময়দানের নিতুদা জানান যে তারা সব বিষয়ের উপরই নজর রাখছিলেন। তার সাথে সাথে তারা এও স্পষ্ট করে দেন যে প্রত্যেকটি ম্যাচেই যে ইষ্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডানের ফুটবলাররা প্রতিবাদ জানাচ্ছেন, সেইটা তাদের নিজস্ব উদ্যোগেই। ক্লাবের এই বিষয়ে কিছুই বলার নেই। খেলার মধ্যে রাজনীতি না ঢোকানোই ভালো। সবশেষে তারা জানান সমর্থকের উপড়ে যে লাঠিচার্জ হয়েছিল সেইটা তারা কোন মতেই সমর্থন করেন না এবং পুলিশের আরও বেশি নমনীয় হওয়া উচিত ছিল বলে তারা মনে করেন। 
অর্থাৎ, খুব নিখুঁত ভাবেই সব কড়া প্রশ্নগুলিকে কোন মতে সামাল দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন কর্তারা ।

Comments :0

Login to leave a comment