আজ ১৪ ফেব্রুয়ারি। আজকের দিনে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেছিলেন কৃশানু দে। যিনি পরবর্তীকালে ময়দানে পরিচিতি পেয়েছিলেন ' ভারতের মারাদোনা ' নামে। ১৯৭৯ সালে পোর্ট ট্রাস্ট দিয়ে তার পেশাদারি ফুটবল জীবন শুরু। তার শৈল্পিক পায়ের কাজে মুগ্ধ হয়েই ১৯৮২ সালে তাকে দলে নেয় মোহনবাগান। সেখানে ৪০ ম্যাচ খেলে ২৮ গোল করেছিলেন কৃশানু। ১৯৮২ তে ফেড কাপ , ডুরান্ড ও শিল্ড জিতেছিলেন কৃশানু । ৮৪তে ডুরান্ড ও শিল্ড জিতেছিলেন কৃশানু। ১৯৮৪ সালে ইস্টবেঙ্গলে আসেন এবং নিজের প্রাইম সময়টা লাল হলুদ জার্সিতেই কাটিয়েছিলেন কৃশানু । ইস্টবেঙ্গলের হয়ে ৮৪ তে জিতেছিলেন ফেডকাপ ও দার্জিলিং গোল্ড কাপ। ৮৪ তে জিতেছিলেন শিল্ড। ৮৫,৮৭,৮৮,৮৯,৯১ ও ৯৩তে জিতেছিলেন কলকাতা ফুটবল লীগ । ৮৫ ও ৮৭ সালে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে সাউথ এশিয়ান গেমসে জিতেছিলেন স্বর্ণপদক। তাকে সন্মান জানিয়েই ২০২০ সালে ১২৩তম ifa শিল্ড প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার ট্রফির নামকরণ হয়েছিল ' কৃশানু দে মেমোরিয়াল আওয়ার্ড ' নামে । ২০২৩ সালে ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ করা হয়েছিল কৃশানু দের নামেই |
তার শৈল্পিক পায়ের ছোঁয়ায় মুখরিত হননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। সুদর্শন এই ফুটবলারের প্রয়াণের পর ভারতীয় ফুটবলে এমন স্কিলফুল ফুটবলার আসেনি। মূলত বাঁ পায়ের ফুটবলার হওয়ার দরুণ লোকমুখেই তার নামকরণ হয়েগেছিলো ' ভারতের মারাদোনা '।
Comments :0