অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তৃতীয় বাছাই স্টেফানোস সিৎসিপাস। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ইতালির ইয়ানিক সিনারকে পরাস্ত করেন তিনি। প্রথম দু’সেটে যেভাবে খেলছিলেন, মনে হয়েছিল স্ট্রেট সেটে হারবেন সিনার। লড়লেও প্রথম দু’সেটে সেভাবে সুবিধে করতে পারেনি সিনার।
কিন্তু ০-২ পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ান সিনার। নিজের সেরা ছন্দে টেনিস খেলতে থাকেন তিনি। এবং পরপর দু’টি সেট জিতে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। যদিও শেষ সেটে হেরে যান সিৎসিপাসের কাছে। ম্যাচের ফল গ্রিসের তারকার পক্ষে ৬-৪,৬-৪,৩-৬,৪-৬, ৬-৩। অন্যম্যাচে, প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন দানিল মেদভেদভকে ছিটকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেবেস্তিয়ান কোর্দা। পোল্যান্ডের টেনিস খেলোয়াড় হুবার্ট হুরকাজের কাছে প্রথম সেটে হেরেও ম্যাচ জিতলেন কোর্দা।
শেষ সেটে টাইব্রেকারে জিতে জয় নিশ্চিত করেন তিনি। খেলার ফল কোর্দার পক্ষে ৩-৬,৬-৩,৬-২,১-৬,৭-৬। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় এক নম্বর টেনিস তারকা ইগা সিয়াটেক। তিনি হারলেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনার কাছে। স্ট্রেট সেটে (৪-৬, ৪-৬)। একইসঙ্গে ওস্তাপেঙ্কোর কাছে হেরে বিদায় কোকো গফেরও।
Comments :0