১৪৩০-কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩১। বাংলার নববর্ষ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে ধরে রাখতে এ বছরও বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতি বর্ষবরণ করল পদযাত্রায়।
বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় ফিডার রোড স্বপ্নলোক আবাসন থেকে। ফিডার রোড বিটি রোড হয়ে উমেশ মুখার্জি রোড হয়ে বেলঘড়িয়া স্পোর্টিং ক্লাবের গিয়ে শেষ হয় এই সুসজ্জিত পদযাত্রায় নাচ, গান আবৃত্তি চলে। ৩৫টি ক্লাব প্রতিষ্ঠান সংগঠনের সদস্যেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।
পদযাত্রায় অংশ নেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির সম্পাদক মানস মুখার্জি। ছিলেন সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার, সুব্রত চ্যাটার্জি, কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তমাল দে সহ এলাকার বিশিষ্টরা।
বেলঘরিয়ায় বর্ষবরণের পদযাত্রায় বিশিষ্টরা।
Comments :0