Dhaka

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে হাইকমিশনার

আন্তর্জাতিক

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন সোমবার। তিনি ভিসা কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর যেমন নিয়েছেন সেই সঙ্গে ভিসা আবেদনকারীদের সঙ্গেও কথা বলে অভাব অভযোগ শুনেছেন। 
নিরাপত্তা হুমকির কারণে যমুনা ফিউচার পার্কের এই ভিসা কেন্দ্রটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে ফের চালু হয় এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল তাঁদের জন্য দ্রুত বিকল্প স্লটের ব্যবস্থা করা হয়েছে।
অনেক ভিসা আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। এই মানবিক চাহিদাকে মাথায় রেখে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সত্ত্বেও ভারতীয় হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো চালু রেখেছে। তবে চট্টগ্রামের আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশ পথে জনতার হামলা, পাথর নিক্ষেপ এবং প্রবেশপথ ভাঙার হুমকির কারণে এটি বন্ধ করা হয়।

Comments :0

Login to leave a comment