BSF Jawan Kidnapped

গরু পাচারকারীদের হাতে অপহৃত বিএসএফ জওয়ান

রাজ্য আন্তর্জাতিক

মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে রবিবার ভোরে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে গরুপাচারকারীরা। ওই জওয়ানের নাম বীরপ্রকাশ। অপহৃত জওয়ানকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছে লালমনিরহাট বিজিবি’র জওয়ানেরা। গরুপাচারকারীদের ভারতে অনুপ্রবেশ রোখার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 
জানা গেছে রবিবার ভোরে গোরু পাচারকারীদের তাড়া করেছিলেন কর্তব্যরত ওই বিএসএফ জওয়ান। কিন্তু পাচারকারীরা তাঁকে ঘিরে ধরে এবং জোর করে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর তাঁকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হাতে তুলে দেয় পাচারকারীরাই। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। অপহৃত জওয়ানকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে বিজিবি। জওয়ানকে মুক্ত করতে ইতিমধ্যে দুই দেশের ফ্ল্যাগ মিটিং চলছে।

Comments :0

Login to leave a comment