শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে ভেঙে ফেলা হলো লেনিনমূর্তি। নকশালবাড়ি বেঙ্গাইজোত এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে কে বা কারা ভারী জিনিস দিয়ে আঘাত করে মূর্তিটি ভেঙে ফেলেছে।
বুধবার সকালে নকশালবাড়ি আন্দোলনে শহীদ বেদীতে কমরেড লেনিনের আবক্ষ মূর্তি ভাঙা অবস্থায় স্থানীয়রা দেখতে পান। এরপরেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। বহু মানুষ এলাকায় ভিড় করেন, ছড়িয়ে পড়ে ক্ষোভ। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ। পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশও।
মূর্তি ভাঙায় তীব্র ধিক্কার জানিয়ে সর্বস্তরের জনগনকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য জীবেশ সরকার।
ঘটনার তীব্র নিন্দা করে সিপিআই(এমএল)-র তরফে প্রেস বিবৃতি জারি করা হয়েছে। লেনিনের আবক্ষ মূর্তি ভাঙচুর করার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় একটি প্রাথমিক স্কুল লাগোয়া মাঠে কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, ভিআই লেনিন ও জোসেফ স্তালিনের মূর্তি পাশাপাশি স্থাপিত রয়েছে। এর মধ্যে লেনিনের মূর্তিটি কে বা কারা রাতের অন্ধকারে ভারী জিনিসের আঘাতে ভেঙে ফেলেছে।
সিপিআই(এম)-র পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় যান গৌতম ঘোষ, রাজু সরকার, বিকাশ চক্রবর্তী, প্রণব ভট্টাচার্য। সিপিআই(এম) নকশালবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখায়।
Comments :0