Civic volunteer murdered

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ইসলামপুরে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

জেলা


পঞ্চায়েত ভোটের আগেই উতপ্ত ইসলামপুর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল বোমা-গুলি, মৃত সিভিক ভলান্টিয়ার। খবর পেয়েই সকালেই মৃত যুবকের বাড়িতে সি পি আই (এম) নেতৃত্ব।ইসলামপুরের বিধায়ক বনাম তৃণমূলের জেলা সভাপতির বিবাদ অবিরাম চলছেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল বোমা-গুলি, মৃত সিভিক ভলান্টিয়ার খাবার থালায় বোমা গুলি। মাটিতে লুকিয়ে সিভিক ভলেন্টিয়ার। 
আবার  রাজনৈতিক বিবাদ। আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। চলল বোমা গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের  মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিকুন্ডা
এলাকায়। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সাকিব আখতার (৩০)। গভীর রাতেই পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই বিধায়ক বনাম তৃণমূলের জেলা সভাপতির তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই এলাকা উত্তপ্ত ছিলই। এর ফলে সেখানে পুলিশও মোতায়েন করে রাখা হয়েছিল কয়েকদিন ধরে । তৃণমূলের একনিষ্ঠ কর্মী সিভিক ভলেন্টিয়ার সাকিব আখতার কাজ সেরে বাড়িতে গিয়ে রাতের খাবার খেতে বসেছিলেন। ঠিক সেইসময়ে তাঁর বাড়িতে বোমা এবং গুলি চড়াও একদল তৃণমূল আশ্রিত মস্তান বাহিনী। আওয়াজ শুনে ছাদে গিয়ে দেখতেই মাথায় বোমা অথবা গুলি লাগে। ছাদে লুটিয়ে পরে, খাবারের থালায় বোমাও লাগে।  সেই আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় সাকিব আখতারের।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্য গ্রাম থেকে লোকজন নিয়ে এসে ওই বাড়িতে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা প্রধানের বাড়ি সহ প্রধানের সমর্থনে থাকা ওই এলাকার বেশকিছু লোকজনের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। ঘটনার পর প্রধান সহ ওই সব পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দুইদিনের মধ্যে মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ গ্রহণ না করলে নিজের পদ এবং দল থেকে পদত্যাগ করব।‘ এছাড়া বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে তিনি ইসলামপুর থানা ঘেরাও করবেন বলে জানিয়েছেন।
এদিকে স কালেই মৃত সাকিব আখতারের বাড়িতে পৌছান সি পি আই (এম) নেতৃত্ব। ছিলেন পার্টির দুই এরিয়া সম্পাদক বাজিল আক্তার আব্দুল ক রিম ও রঘুপতি মুখার্জি।  ইসলামপুর মাটিকুণ্ডার ঘটনায় পুলিশ কোনো মন্তব্য করতে নারাজ তবে 
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment