হোলির দিনে বিপত্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। চার নম্বর গেটের কাছের ঝিলে ভেসে উঠল যুবকের দেহ। বুধবার বিকেলে এই ঘটনা ঘটার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে। খবর পেয়ে তড়িঘড়ি ক্যাম্পাসে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ। দেহটিকে চিহ্নিত করা গেছে আর্কিটেকচার বিভাগের প্রাক্তন ছাত্র আসিফ মন্ডলের দেহ হিসেবে। দেহ উদ্ধার করে দ্রুত এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে একাধিক ঝিল আছে। সেগুলিতে নামা নিষিদ্ধ। হোলির দিন সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে অপ্রকৃতস্থ অবস্থায় ওই ছাত্র ঝিলে নামাতেই এই মর্মান্তিক পরিনতি কিনা তা জানার জন্য দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Jadavpur University
যাদবপুরের ঝিলে ভেসে উঠল দেহ!

×
মন্তব্যসমূহ :0