Yemen Mother HC

মৃত্যুদণ্ড মেয়ের, মায়ের ইয়েমেন যাত্রার সিদ্ধান্ত দ্রুত কেন্দ্রকে নিতে বলল হাইকোর্ট

জাতীয়

Delhi High Court on Mothers Plea of Indian Nurse in Death Row

মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইয়েমেনের সুপ্রিম কোর্ট। ভারতের নাগরিক নার্স নিমিশা প্রিয়ার আর্জি খারিজ করেছে সে দেশের শীর্ষ আদালত। শেষ মুহূর্তে বোঝাপড়ার জন্য প্রিয়ার মা’কে ইয়েমেনে যাওয়ার ব্যবস্থা করতে বলল দিল্লি হাইকোর্ট। 

কেরালার এই নার্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে দেশের এক নাগরিককে খুনের ঘটনায়। ইয়েমেনের নাগরিককে চেতনানাশক ইঞ্জেকশন দেন প্রিয়া। তিনি বলেছিলেন, আটকে থাকা পাসপোর্ট হাতে পেতেই তা করেছেন। 

দিল্লি হাইকোর্টে প্রিয়ার মায়ের আবেদন ছিল, নিহতের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলা ছাড়া উপায় নেই। তাঁকে ইয়েমেনে যেতে দেওয়া হোক। ইয়েমেনে আবার ভারতীয় নাগরিকদের যাওয়ার নিষেধজ্ঞা রয়েছে। তবে শুনানিতে কেন্দ্রের পক্ষে আইনজীবী জানান যে নিষেধাজ্ঞা শিথিল করার উপায় থাকতে পারে। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি হয়েছে ইয়েমেনে। 

শুক্রবার হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছে প্রিয়ার জীবনভিক্ষার জন্য মা’কে পাঠানোর বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে।  

Comments :0

Login to leave a comment