‘অভয়া’-র বিচারের আন্দোলন জারি রাখার অঙ্গীকার করে বুধবার থেকে শুরু হল এ বছরের খড়দহ এবং বিজ্ঞান মেলা। ২৬ বছরের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চের নামকরণ হয় ‘অভয়া মঞ্চ’।
‘তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক. ‘উই ডিমান্ড জাসটিস’ লিখিত চিত্রকলা রাখা হয় উদ্বোধনী মঞ্চে।
উদ্বোধনী ভাষণে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বললেন, ‘‘দীর্ঘদিনের কমিউনিস্ট আন্দোলনের ধারাবাহিকতার পর্যায়ে যেটুকু অধিকার প্রতিষ্ঠা হয়েছে তার জেরেই পশ্চিমবাংলায় নারীর অধিকার অন্যান্য অনেক রাজ্যের থেকে বেশি। এর ফলেই পশ্চিমবাংলায় নারীরা কিছুটা অধিকার পেয়ে থাকেন। নারীর অধিকার আদায়ের জন্য এখনো লড়াই করা সম্ভব হয়।’’
খাপ পঞ্চায়েতের নির্যাতনের কথা উল্লেখ করেন তিনি। মজুমদার বলেন, ‘‘পশ্চিমবাংলার মানুষ খাপ পঞ্চায়েত মেনে নেন না।’’ প্রধান অতিথি বিশিষ্ট কবি ও চিকিৎসক অরুণাচল দত্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘‘ধর্ষণের অন্যান্য ঘটনার সাথে ‘অভয়া’-র ঘটনার পার্থক্য এই কারণে যে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভেতরে হত্যা করা হয়েছে।’’
স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে ‘অভয়া’-র বিচারের দাবির আন্দোলন জারি থাকার ঘোষণা করেন তিনি। বিচার নিয়ে কেন্দ্র এবং রাজ্যের গড়াপেটা ও টালবাহানার প্রতিবাদ ধ্বনিত করে তিনি নিজের লেখা অনুগল্পও পাঠ করেন।
আর জি করের প্রাক্তন ছাত্র সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক ডা: গৌতম মুখার্জি এই হাসপাতালের ইতিহাস তুলে ধরে বলেন, এই কলেজের বুকে একজন কর্মরত চিকিৎসক যেভাবে প্রাণ হারিয়েছেন তা একটি লজ্জা এবং ক্ষোভের ঘটনা। দ্রোহের গণজোয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আমরা পথে থাকব।
এবছর ‘অভয়া’ স্মরণে স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের কথা এবং পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা তুলে ধরে ডা: গৌতম মুখার্জি বলেন, সংগঠনের দপ্তরে স্থায়ী ভাবে ‘অভয়া ক্লিনিক’ করা হবে। খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, মানুষের সাহচর্য নিয়ে এই পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান মেলা এবং সারা বছরের নানান অনুষ্ঠান এবং জনহিতকর কাজ হয়ে আসছে।
প্রস্তাব পাঠ এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক অসীম ব্যানার্জি। স্বাগত ভাষণ দেন সংগঠনের কার্যকরী সভাপতি অরুণ গুহরায়। সভাপতিত্ব করেন প্রকাশ রায়।
রহড়া হরিসভা নেতাজী সঙ্ঘের মাঠে হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী এবং এখানেই ৪ জানুয়ারি পর্যন্ত হবে নানান অনুষ্ঠান। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে হবে আলোচনা সভা।
গভর্নমেন্ট কলোনির মাঠে এদিন থেকেই শুরু হয় পুষ্প প্রদর্শনী। সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক অতীন বসু জানান, বনসাই ক্যাকটাস নানা ধরনের ফুল মিলিয়ে চার হাজার টব আছে পুষ্প প্রদর্শনীতে। বিজ্ঞান প্রদর্শনীতে আছে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মডেল, দলগত বিদ্যালয়বিভাগ ও ব্যক্তিগত বিভাগ। আছে হাতে কলমে বিজ্ঞান, বিজ্ঞান জাদু, বিজ্ঞান বিষয়ক বুক স্টল, রক্তের গ্রুপ, ব্লাড সুগার নির্ণয়, থ্যালাসেমিয়া বাহক নির্ণয়, আকাশ পর্যবেক্ষণ, খাদ্যে ভেজাল নির্ণয়। আছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান অঙ্গীকারের ব্যবস্থা। বিজ্ঞান বিষয়ক আলোচনার পাশাপাশি হবে, ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের মেয়ে বিজ্ঞান ক্যুইজ।
Khardaha Mela
চিকিৎসক হত্যার বিচারের দাবি তুলে মেলা শুরু খড়দহে
×
Comments :0