Gaighata Shot

গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী

জেলা

রবিবার সকালে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। গুলিবিদ্ধ হয়েছেন ফুল ব্যাবসায়ী আশুতোষ বিশ্বাস(৬০)। তিনি বিজেপি কর্মী বলে জানা গেছে। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
জানাগেছে, রবিবার বেলা ১২টা নাগাদ ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি গুলি করে আশুতোষ বিশ্বাসকে। গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর চিৎকারে পথ চলতি মানুষ তাঁকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোন পুরানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশী তদন্ত শুরু হয়েছে। 
গুলিবিদ্ধ আশুতোষ বিশ্বাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। পরিবারের দাবি আশুতোষের বুকে গুলি লেগেছে। তাঁরা জানিয়েছেন, এদিন আশুতোষ স্ত্রীকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন। ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার অবনতি কারণে গুলিবিদ্ধ আশুতোষকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment