Dinhata Rape Case

লড়াইয়ে ধর্ষিতা, জামিন মিলল না ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার

জেলা

চিহ্নিত অভিযুক্ত তৃণমূল নেতা

জয়ন্ত সাহা: মাথাভাঙা 
চাকরি দেবার নাম করে ৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণা এবং পরে মুখ বন্ধ করতে ধর্ষণ মামলায় ধৃত মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ট আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন সোমবার খারিজ করলো দিনহাটার মহকুমা আদালত।
মহকুমা আদালতে দিনহাটার বড় আটিয়াবাড়ির "ডন" আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের জন্য তার আইনজীবিরা মহকুমা আদালতে আপিল করলে সোমবার তার শুনানি হয়। বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন না মঞ্জুর করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধর্ষিতার পরিবার ও গ্রামের বাসিন্দারা। অভিযুক্তকে বিচারক আগামি ৩০ এপ্রিল ফের আদালতে তোলার নির্দেশ দিয়েছেন। দিনহাটা মহিলা থানার পুলিশ এদিন আদালতে কেস ডায়েরি জমা দিয়েছে। তার ভিত্তিতেই জামিন না মঞ্জুর হয়েছে মান্নের।
এদিকে বিচারাধীন বন্দী হিসেবে মান্নে এই মুহুর্তে জেল হেপাজতে থাকলেও জেলে বসেই তার অনুগামীদের দিয়ে নির্যাতিতা ও তার পরিবারকে মামলা থেকে সরে আসার জন্য হুমকি, মারধোর, বোমাবাজি কোন কিছুই বাদ রাখছে না।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল মান্নের স্ত্রী ও ছেলে দলবল নিয়ে নির্যাতিতার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়ে নির্যাতিতা এবং তাঁর মাকে মারধোর করে পুলিশের উপস্থিতিতেই। সেদিনই রাত আড়াটে নাগাদ বাড়িতে বোমা ছোঁড়ে। নির্যাতিতা এবং তাঁর মা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা সোমবার দুজনকেই ছুটি দিয়েছে।
সোমবার আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা অভিযোগ করেন, অভিযুক্তর স্ত্রী ও ছেলে আমাদের বাড়িতে চড়াও হয়ে আমার মেয়ে ও স্ত্রীকে মেরে জখম করলো রাতে বোমা ছুঁড়লো অথচ থানায় মামলা করা সত্বেও পুলিশ কাউকেই গ্রেপ্তার না করায় আমাদের প্রাণহানির আশঙ্কা রয়েছ।
নির্যাতিতা ও তাঁর মা এদিন বলেন, নির্যাতনের পর সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরো অনেকে আমাদের বাড়িতে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সে কারণেই আমরা মান্নের মত "ডনের" বিরুদ্ধে আইনী লড়াই করতে পারছি।
এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার প্রতিবেশীরা বলেন, পুলিশী নিরাপত্তা না দিলে মান্নের লোকেরা পরিবারটিকে খতম করে ফেলবে। এরকম আশঙ্কা যে অমূলক নয় সেটা মানছেন, সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাসও। তিনি বলেন, চাকরি দেবার নাম করে প্রতারণা ও পরে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আনলে খুনের হুমকি দিয়েছিল মান্নে ও তার দলবল। তবুও অন্যায়ের প্রতিবাদ করতে আইনের দ্বারস্থ হওয়ায় মান্নের লোকজনেরা মরিয়া হয়ে প্রতিহিংসা নিতেই ওই বাড়িতে ঢুকে মারধোর এবং বোমাবাজি করেছিল। আমরাও চাই আইনের মাধ্যমে সাজা হোক মান্নের।

Comments :0

Login to leave a comment