আবাস বিক্ষোভে ফুটছে জেলা। বাড়ির লিস্টে নাম নেই কাঁচা বাড়ির মালিকদের। চর এলাকার বাসিন্দাদের নাম নেই তাকিলায়। আবাস লিস্টে লুকোচুরি চলবে না। তৃণমূল কংগ্রেসের প্রধান, উপ প্রধান, তৃণমূল নেতাদের আত্মীয়দের বাড়িতেও সার্ভে হয়েছে। সেই সব নাম লিস্টে থেকে বাদ দিতে হবে। পঞ্চায়েতে পঞ্চায়েতে স্বচ্ছ তালিকা টাঙাতে হবে। এই দাবিতে মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকে বিশাল মিছিল করে ডেপুটেশন দিল সিপিআই(এম)।
বুধবার নশীপুর হাইস্কুল মোড় থেকে শুরু হয় মিছিল। জাফরের মোড় হয়ে মিছিল বিডিও অফিসের সামনে পৌঁছালে সেখানেই মিছিল আটকায় পুলিশ। রাস্তাতেই সভা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক জামির মোল্লা, পার্টি নেতা বদরুদ্দোজা খান, প্রাক্তন বিধায়ক মহসীন আলি, পার্টি নেতা আনোয়ার সাদাত, আকবর আলি। বিক্ষোভ সভায় জামির মোল্লা বলেন, ‘গ্রামে গ্রামে বাড়ির নামে কাটমানি তুলেছে তৃণমূল নেতারা। সব টাকা ফেরত দিতে হবে। পঞ্চায়েত ভোটের আগে জবাব দিতে হবে’। বিক্ষোভ সভা থেকে সীমান্তে কৃষকদের ফসল রক্ষায় সরকারি বন্দোবস্তের দাবি জানানো হয়। মিছিল, ডেপুটেশনে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও সরব হন নেতৃত্ব।
Domkal PMAY Corruption
আবাসে স্বচ্ছ তালিকার দাবিতে ভগবানগোলায় মিছিল
×
Comments :0