Cheetah Abdullah Dies

হায়দরাবাদ চিড়িয়াখানার চিতার মৃত্যু হার্ট অ্যাটাকে

জাতীয়

Cheetah Abdullah Dies


এক দশক আগে সৌদির যুবরাজ বন্দর বিন সৌদ বিন মোহাম্মদ আল সৌদের উপহার দেওয়া হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের দুটি চিতার শেষটি মারা গেছে। চিড়িয়াখানার আধিকারিকদের মতে ১৫ বছর বয়সী আব্দুল্লাহ গত শুক্রবার হার্ট অ্যাটাকে মারা গেছে।
ভেটেরিনারি বায়োলজিক্যাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ময়নাতদন্তে জানা গেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে চিতাটির।


ভেটেরিনারির ডেপুটি ডিরেক্টর ডাঃ এম এ হাকিম জানিয়েছেন, যেদিন চিতাটি মারা যায় সেদিন সকালের খাবার খেয়েছিল। আবদুল্লাহর কোনো ক্লিনিক্যাল লক্ষণ ছিল না। যে তাকে খাওয়াতে গিয়েছিল তাঁর ডাকে সাড়া দেয়নি। পরীক্ষা-নিরীক্ষায় প্রতিক্রিয়াহীন ছিল। সেদিন বেলা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তার মৃত্যু হয়। চিড়িয়াখানার পশুচিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সৌদি আরবের যুবরাজ ২০১২ সালে ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার থেকে দুটি চিতা এবং দুটি আফ্রিকান সিংহ উপহার দিয়েছিলেন। হায়দরাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কে রাখা হয়েছিল চিতাটিকে। আবদুল্লাহর সঙ্গী ৮ বছর বয়সী হিবা দীর্ঘদিন অসুখে ভোগার পর ২০২০ সালে মৃত্যু হয়েছিল। ৩ বছরের মধ্যেই মৃত্যু হল আবদুল্লাহর।
 

Comments :0

Login to leave a comment