Manipur 'INDIA' Delhi

মণিপুরের অবস্থা শোচনীয়, ‘ইন্ডিয়া’-র বিক্ষোভ দিল্লিতে

জাতীয়

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ‘ইন্ডিয়া’ মঞ্চের। রয়েছেন প্রকাশ কারাত, হান্নান মোল্লা প্রমুখ।

মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। হাজার মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন। রাজ্যে যেতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বরখাস্ত করতে হবে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিং-কে। দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। 
মণিপুরের এই দাবিকে জাতীয় স্তরে তুলে দিল্লিতে বিক্ষোভ দেখালো ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলি। এই দলগুলির মণিপুরের নেতানেত্রীরা অংশ নেন বিক্ষোভে। 
বিক্ষোভে যোগ দিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, প্রবীণ কৃষকনেতা হান্নান মোল্লা। যোগ দেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, আসামের সাংসদ গৌরব গগৈ, বিরোধী নেতা কংগ্রেসের ইবোবি সিং। সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাও অংশ নেন বিক্ষোভে। 
কারাত বলেন, ‘‘রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ পুরোপুরি ব্যর্থ। দেড় বছরের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। ফের জারি হয়েছে ‘আফস্পা’। এই নির্দেশ ফিরিয়ে নিতে হবে।‘’
সোমবার সংসদ ভবনের অদূরে যন্তমন্তরে বিক্ষোভ শুরু হয়। মণিপুরে ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলি যৌথ বার্তায় বলেছে, ‘‘গত বছরের মে থেকে চলছে হিংসা। রাজ্যকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার তার জন্য দায়ী। শতাধিক মানুষ নিহত। ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। নারী এবং শিশুদের অবস্থা শোচনীয়। ত্রাণ শিবিরের অবস্থা জঘন্য। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর ৭০ হাজার জওয়ান মোতায়েন থাকা সত্ত্বেও এমন চলছে।’’ 
দলগুলি বলেছে, ‘‘বিচ্ছিন্নতাবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিপদ কেবল বাড়ছে না। বেআইনি বিভিন্ন গোষ্ঠী তৈরি করে চলছে অবৈধ কর আদায়। সাধারণ মানুষ এবং অর্থনীতি- দুয়েরই অবস্থা শোচনীয়।’’ 
মণিপুরে ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলির নেতারা ক্ষোভ জানিয়ে বলেছেন, নরেন্দ্র মোদী-অমিত শাহ কিছু করছেন না। দেশকে বলা হচ্ছে হিংসা কমে গিয়েছে, শান্তি ফিরছে। বাস্তব অবস্থাকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment