সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ৩০ তম রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে নব র্নির্বাচিত সম্পাদক হয়েছেন মোনালিস সিনহা। এদিনের সম্মেলন থেকে মোট ১১৮ জনের কমিটি গঠন হয়েছে। রাজ্য সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন জাহানারা খান। মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ৩০ তম রাজ্য সম্মেলন থেকে একসাথে পত্রিকা সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপু দাস। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাপড়ি দত্ত। সম্মেলন থেকে ১১৮ জনের রাজ্য কমিটি এবং ৩৭ জনের রাজ্য সম্পাদকমণ্ডলীর নির্বাচিত হয়েছেন। মোট ৩৬ জন প্রতিনিধি রাজ্যের সমস্ত জেলা থেকে আলোচনা করেছেন।
AIDWA
মহিলা সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত
×
Comments :0