ফের ইউক্রেনের পক্ষে আনা প্রস্তাব সমর্থনে রাষ্ট্রসঙ্ঘে বিরত থাকল ভারত। সাধারণ পরিষদে ভারত এবং চীনের মতো ৩২টি দেশ ভোটদানে বিরত থেকেছে।
এবারের প্রস্তাব পেশ করে ইউক্রেন এবং সমর্থক দেশগুলি। ১৪১ দেশের সমর্থনে প্রস্তাব যদিও পাশ করেছে সাধারণ পরিষদ।
ভারত রাষ্ট্রসঙ্ঘে বলেছে যে বহুমেরু বিশ্বের পক্ষে অবস্থানে কোনো বদল হয়নি। ভারত প্রথম থেকেই যুদ্ধের বিপক্ষে। আলোচনাই দ্বন্দ্ব নিরসনের একমাত্র পথ। কিন্তু রাষ্ট্রসঙ্ঘের এই প্রস্তাব সঙ্কট কাটাতে সহায়ক হবে না। প্রস্তাব পাশ হয়েছে 'ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনার পক্ষে নীতিসনদ' শিরোনামে।
এই প্রসঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য নীলৎপল বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কোন রাজনৈতিক কারণের জন্য নয়। অর্থনৈতিক কারণের জন্য ভারত মার্কিন যুক্ত রাষ্ট্র এবং পশ্চিমী দেশ গুলির পক্ষ থেকে আনা প্রস্তাবে হ্যাঁ বা না সরাসরি বলতে পারছে না। যেই প্রস্তাব আনা হয়েছে তাতে রাশিয়া থেকে ভারতে যেই তেল বা গ্যাস আমদানি হয় তা প্রভাবিত হতে পারে। তুলোনামূলক ভাবে সস্তায় রাশিয়া থেকে তেল এবং গ্যাস ভারতে আমদানি করা হয়। তাই ভারত রাষ্ট্রসঙ্ঘে ভোট দান থেকে বিরত থেকেছে বলে মনে করা হচ্ছে।’’
Comments :0