লিডসে ভারত ইংল্যান্ড প্রথম টেস্টে জয়ী হল ইংল্যান্ড। ৫ উইকেটে ভারতকে হারাল বেন স্টোকসের দল। ৯০ ওভারে ৩৫০ রান দর্করা ছিল ইংরেজদের। ৮৪ বল বাকি থাকতেই প্রয়োজন রান তুলে নিল ইংল্যান্ড। বেন ডাকেট করেন ১৪৯ রান। জো রুট করেন ৫৩ রান। শার্দুল ঠাকুর ২টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ নেন ২ টি করে উইকেট। গোটা দ্বিতীয় ইনিংস জুড়ে দেখা মিলল ভারতের খারাপ ফিল্ডিংয়ের নিদর্শন। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে আগামী ২ জুলাই এজবাস্টনে।
India vs England Test Series
প্রথম টেস্টে জয়ী ইংল্যান্ড
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0