New Planet discovered by Indian scientists

বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে নতুন গ্রহের সন্ধান

জাতীয়

বাঙালি বিজ্ঞানী অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্ব বৃহষ্পতির থেকে প্রায় ১৩ গুন বৃহৎ গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। নতুন এই গ্রহের নামকরন করা হয়েছে TOI4603 বা HD 245134। আহমেদাবাদের ফিসিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানী অভিজিৎ ও তার দল এই নিয়ে তিনটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীদের দাবি ওই তিনটি গ্রহ দেখা গিয়েছে ভারতের ভূপৃষ্ঠ থেকে। তবে নাসার ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS)’র প্রাথমিক ধারণা TOI4603 বা HD 245134 গ্রহটিতে প্রানের সন্ধান পাওয়া যেতে পারে। 


পৃথিবী থেকে এই নতুন গ্রহ TOI4603 বা HD 245134 ৭৩১ আলোকবর্ষ দুরে। গ্রহটিও একটি নক্ষত্রকে প্রদক্ষিন করে তাতে সময় লাগে প্রায় ৭.২৪ দিন। গ্রহটটি তাপমাত্রা প্রায় ১৩৯৬ সেলসিয়াস। সৌর জগতের বাইরে সারা পৃথিবীর বিজ্ঞানীরা প্রায় ৫০০০ টি গ্রহের সন্ধান পেয়েছেন। কিন্তু তাদের মতে TOI4603 or HD 245134 গ্রহটির ভর বৃহষ্পতির থেকে  প্রায় ১৩ থেকে ১৬ গুন বেশী। এবং এটির বৈশিষ্ট হল এত বড় হয়েও সে তার নিয়ন্ত্রক নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিন করে

Comments :0

Login to leave a comment