শনিবার গভীর রাতে ইরান ইজরায়েলে ২০০ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ক্ষেপণাস্ত্র আক্রমণের কারণ অনেক জায়গায় সাইরেন বাজছিল। তেল আবিব, পশ্চিম জেরুজালেমসহ ইজরায়েলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ৭২০টির বেশি স্থানে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজতে শোনা গেছে। রবিবার ভোরে সংবাদসংস্থাব সাংবাদিকরা এই কথা জানিয়েছেন। ইরান ইজরায়েলি ভূখণ্ডে সরাসরি প্রতিশোধমূলক আক্রমণে একটি সাত বছর বয়সী মেয়ে আহত হয়েছে এমনটাই জানিয়েছেন ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেন, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রবিবার সকালে ইরানের হামলার বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেন, ‘ইরানের দিক থেকে আসা ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯৯ শতাংশই গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র হামলা ইরাক ও ইয়েমেনের দিক থেকেও হয়েছে।’ তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও।বোমা হামলা থেকে বাঁচতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী।
Iran- Israel
ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
×
Comments :0