রবিবার ইটাহার ব্লক প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে ৯-০ আসনে বিপুল জয় লাভ করেছে এবিপিটিএ নেতৃত্বাধী বাম প্রগতিশীল শিক্ষক ঐক্য মঞ্চ। ৯ আসনে একটিতেও জয় পেল না শাসক দল সমর্থিত প্রার্থীরা। সবকটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে প্রগতিশীল শিক্ষক ঐক্য মঞ্চ। নির্বাচনের শুরুতে এবং গণনার সময় শাসক দল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বহু আক্রমণ করা হয়। প্রগতিশীল শিক্ষক ঐক্য মঞ্চের প্রার্থী ও সমর্থকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাও হয়। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছালে ভোট লুট করতে না পেরে সাংবাদিকদের লক্ষ করে ইট ছুড়তে থাকে।
গণনাকেন্দ্রের সামনে সাংবাদিকরা ছবি তুলছিলেন। সেখানেও বাধা দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূলের দুষ্কৃতিকারীদের ছবি তোলায়। সাংবাদিককে লক্ষ করে কটুক্তি করে বড় বড় ইট ছুড়তে শুরু করে। ইটের আঘাতে জখম হয়ে রায়গঞ্জ হাসপাতালে বেডে শুয়ে সাংবাদিক ভবানন্দ সিংহ। তাঁর বুকে আঘাত লেগেছে। পরিস্থিতি সামাল দিতে মজুত ছিল ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ঘটনার সাথে সাথে পুলিশ দিয়ে সাংবাদিক কে আনা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তীব্র নিন্দা করেছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সভাপতি অমিত সরকার। তৃণমূলের আক্রমণ প্রতিরোধ করে জয় ছিনিয়ে আনেন শিক্ষক শিক্ষিকরা মিলেই। ফলাফল ধর্ম নিরপেক্ষ বাম প্রগতিশীল শিক্ষক ঐক্য মঞ্চ - ৯, তৃণমূল শিক্ষক সমিতি - ০। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েচেন এবিপিটিএ'র জেলা সম্পাদক নির্মল বোস।
Comments :0