TIGRESS DEATH

দুই বাঘিনীর মৃত্যু ২৪ ঘন্টায়, উদ্বেগ চিড়িয়াখানায়

কলকাতা

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টায় দুই বাঘিনীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানাযাচ্ছে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর। কিন্তু মৃত্যু সঠিক কারণ নিয়েও রয়েছে প্রশ্ন।

ময়না তদন্তের জন্য দুই বাঘিনীর দেহ পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে গঠিত করা হয়েছে তদন্ত কমিটি। মৃত বাঘিনী পায়েল ও রুপার বয়স হয়েছিল যথাক্রমে  ১৭ ও ২১ বছর। আলিপুর চিড়িয়া খানা কর্তৃপক্ষ জানিয়েছে যে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বাঘিনী রুপা। তাঁর একটি পায়ে সমস্যাও দেখা গিয়েছিলো। পায়েলেরও বার্ধক্যজনিত সমস্যা ছিল বলেই জানা যাচ্ছে। হঠাৎই দুই বাঘিনীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।  

Comments :0

Login to leave a comment