চিতাবাঘের আক্রমণে আহত হলেন মেটেলী ব্লকের নাগেশ্বরী চা বাগানের এক চা শ্রমিক যুবক। আহতের নাম সমীর খেড়িয়া(২৮)। নাগেস্বরী চা বাগানের ভুসুর লাইনের বাসিন্দা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ বাগানের বড় লাইনের ৮ নং সেকশনে চা পাতা তোলার কাজ চলছিল। সেই কাজে ব্যস্ত ছিলেন সমীর। সেই সময় চা বাগানের নালায় শুয়েছিল একটি চিতাবাঘ। হঠাৎ পিছন থেকে লাফ দিয়ে চিতাবাঘটি সমীর খেড়িয়ার উপর আক্রমণ চালায়। তাঁর পিঠ হাতে ও মাথায় আঘাত করে। আচমকা চিতাবাঘের আক্রমণে অনান্য শ্রমিকরা হতভম্ব হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির সকল চা শ্রমিকদের চীৎকারে চিতাবাঘটি পালিয়ে যায়। দ্রুত সমীরকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। নিয়ে যাওয়ার ব্যাবস্থা করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরে আধিকারিকরা ও মেটেলী থানার পুলিশ। জানান সমীর খেড়িয়ার চিকিৎসার সব খরচ বহন করবে বন দপ্তর। এই ঘটনায় এক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। আতঙ্কে চা পাতা তোলা বন্ধ হয়ে যায় ৮ নং সেকশনে।
Leopard Attack
নাগেশ্বরী চা বাগানে চিতাবাঘের আক্রমণে জখম যুবক

×
Comments :0